নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪০

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ২০ জন ও পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা সহ ৪০ জন গ্রেফতারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলা ২০ জন ও বিভিন্ন মামলার অভিযুক্ত অন্য ২০ জন।

গ্রেফতারকৃতদের মধ্যে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সোহান, সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, বন্দরে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদও রয়েছে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। জেলা প্রশাসন- পুলিশ, র্যাবসহ সেনাবাহিনীর নগরীতে ডেভিড হান্ট” বিশেষ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম৷

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ