নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—রিকশাচালক মো. হান্নান (৫৫), তার স্ত্রী পোশাককর্মী নুরজাহান আক্তার লাকী (৩২), ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫)। একই পরিবারের অন্য তিনজন হলেন সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) এবং তাদের ১৬ মাস বয়সী মেয়ে সুমাইয়া।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
“হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহানের ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের ৩ শতাংশ দগ্ধ হয়েছে,” বলেন তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, একটি টিনশেড বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের ধারণা, গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।



