বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির খানের বিশাল র‌্যালীর প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর বিশাল র‌্যালী করবেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান। এজন্য নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকির খানের নেতৃত্বে দুপুর থেকে বিশাল র‌্যালী নিয়ে শহরের নিতাইগঞ্জ- মণ্ডলপাড়া হয়ে শহরের দুই নং রেল গেইট হয়ে চাষাঢ়া ও খানপুর এলাকা প্রদক্ষিণ করবে। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড সহ মিউজিক সিস্টেম বাঁজিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। 
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান বলেন, আগামীকাল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণকালের স্মরণীয় র‌্যালীর আয়োজন করা হয়েছে। র‌্যালীতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ