বিএনপি কার্যালয়ে ব্যাপকভাবে সাবেক ছাত্রদল সম্পাদক জিকুর জন্মদিন পালন। বিএনপির কার্যালয় নানা রঙয়ের বাতিতে আলোকিত। সন্ধ্যার পর থেকেই নেতাকর্মীদের ঢল। অন্ধকার বাড়ার সঙ্গে সঙ্গে আতশবাজি। মঞ্চে তখন বিকট শব্দে ডিজে গান। কখনো কখনো মাইকে স্লোগান।’ বাইরে থেকে অনেকের ধারণা ছিল বিএনপির কোন বড় অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়ির আয়োজন চলছে। কিন্তু মাঠে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র।
১১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যোবায়ের রহমান জিকুর জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষ্যে আড়াইহাজার সদরে বিএনপির কার্যালয় মাঠে আয়োজন ছিল বর্নাঢ্য।
স্থানীয়রা বলছেন, যতটা জামজমকপূর্ণভাবে সাবেক ছাত্রদল নেতার জন্মদিন পালন করা হয়েছে ৫ আগস্টের পরে বিএনপি কিংবা সহযোগি সংগঠনের কোন কর্মসূচীও এভাবে পালিত হয়নি। স্থানীয়রা আরো জানান, এত অল্প সময় অনেক টাকা কামিয়েছেন জিকু, এবং সাধারণ মানুষ ভয়ও কথা বলতে চায় না
বিষয়টি নিয়ে আড়াইহাজারে এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




