প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় নেমেছেন এমপি পুত্র, শঙ্কিত ভোটাররা

প্রভাবমুক্ত উপজেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এমনকি আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অথচ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে। এতে করে নির্বাচনকে প্রভাবিত করার শঙ্কা রয়েছে। ফলে সাধারণ ভোটাররা বেশ শঙ্কার মধ্যে রয়েছে।

সম্প্রতি একটি ভিডিওতে এরুপ চিত্র দেখা গেছে। https://fb.watch/rS4ILl6O5z/

ওই ভিডিও তে দেখা গেছে, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দোয়াত কালি মার্কার প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা। সেখানে মিছিলে বলতে শোনা যায়, গাজী ভাইয়ের দোয়াত কলম, সবাই বলো দোয়াত কলম সহ নানা স্লোগান দিতে শোনা যায়। সেই মিছিলে প্রার্থী হাবিবুর রহমানের আশেপাশে এমপিপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা সহ আরও অনেক নেতাকর্মীকে দেখা গেছে।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার এই নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইলেকশন যেন প্রভাবমুক্ত হয়। মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। এমনকি এক জায়গায় বাবা, আরেক জায়গায় ছেলে, আরেক জায়গায় বউকে দিয়েছে- এটা ঠিক না। সবকিছু আওয়ামী লীগের নেতারা নিয়ে নেবে, আর কর্মীরা কিছু পাবে না। এটা তো হয়না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন অর্থবহ করা।

প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার ফলে সম্প্রতি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তবে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর লোক হিসেবে পরিচিত হাবিবুর রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, এখানে এমপি পুত্র পাপ্পা গাজী প্রকাশ্যে দোয়াত কালি প্রতিকের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। এতে করে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করার শঙ্কা রয়েছে। তাদের প্রার্থীর পক্ষে যেন ভোটাররা ভোট দেন সেই উদ্দেশ্যে প্রচারণায় নেমেছেন এমপি পুত্র। তাছাড়া দোয়াত কালীর প্রার্থী হাবিবুর রহমান এমপি গোলাম দস্তগীর গাজীর লোক তা সবার কাছে দৃশ্যমান বিষয় বটে। ফলে এভাবে প্রকাশ্যে প্রচারণায় এমপি পুত্র মাঠে নামায় অন্য প্রার্থীর কর্মী ও ভোটাররা বেশ ভীতসন্ত্রস্ত হয়ে পড়বে। তাছাড়া নির্বাচনের দিনে ভোটের মাঠে প্রভাব খাটিয়ে সমীকরণ পাল্টে দেওয়ার শঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপে ১৬১ উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ করা হবে।

 

এছাড়া নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইলেকশন যেন প্রভাবমুক্ত হয়। মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। এমনকি এক জায়গায় বাবা, আরেক জায়গায় ছেলে, আরেক জায়গায় বউকে দিয়েছে- এটা ঠিক না। সবকিছু আওয়ামী লীগের নেতারা নিয়ে নেবে, আর কর্মীরা কিছু পাবে না। এটা তো হয়না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন অর্থবহ করা।

দলীয় নেতাকর্মীরা বলছেন, রূপগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে এমপি পুত্র পাপ্পা গাজী প্রকাশ্যে দোয়াত কালি প্রতিকের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। এতে করে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তাদের প্রার্থীর পক্ষে যেন ভোটাররা ভোট দেন সেই উদ্দেশ্যে প্রচারণায় নেমেছেন এমপি পুত্র। তাছাড়া দোয়াত কালীর প্রার্থী হাবিবুর রহমান এমপি গোলাম দস্তগীর গাজীর লোক তা সবার কাছে দৃশ্যমান বিষয় বটে। ফলে এভাবে প্রকাশ্যে প্রচারণায় এমপি পুত্র মাঠে নামায় অন্য প্রার্থীর কর্মী ও ভোটাররা বেশ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপে ১৬১ উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ করা হবে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ