ফতুল্লায় যুবলীগ নেতা ইদ্রিস আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তানভীর রহমান নামে এক কিশোরকে হত্যা চেষ্টা মামলায় থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

এর আগে দুপুরে ফতুল্লার শাসনগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইদ্রিস আলী (৩৫) ফতুল্লার মুসলিম নগর এলাকার তৈয়ব আলীর ছেলে। সে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধ একাধিক মামলা রয়েছে।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ছাড়াও তার ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, তার ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ