শেখ হাসিনার বানানো সিন্ডিকেট ভাঙতে না পারলে দ্রব্যমূল্যের দাম কমানো সম্ভব নয় 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশকে অশান্ত করতে ভারতে বসে শেখ হাসিনা এখনো চক্রান্ত করছে, দেশে অশান্তি সৃষ্টি হলে জনগণ তাকে ছাড় দিবে না। কারণ দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ অনেক কষ্ট আছে। অন্তর্বর্তী সরকার যদি শেখ হাসিনার বানানো সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে দ্রব্যমূল্যের দাম কমানো সম্ভব নয়।

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর সড়কে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সংসদ নির্বাচন ছাড়া দেশে অন্য কোন নির্বাচন নয়। বিএনপি ১৭ বছর লড়াই সংগ্রাম করছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য করেনি।

বিডিআর হত্যাকান্ড নিয়ে তিনি বলেন, বিদেশ থেকে প্রশিক্ষিত ও প্রতিষ্ঠানিক লোক এনে পিলথানা বিডিআর সদর দপ্তরে বাংলাদেশী সেনাদের হত্যা করা হয়েছে। যে হত্যাকান্ডের সুষ্ঠু বিচার আজও হয়নি। যারা জেলে বন্ধি তাদের মুক্তির দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিস্টদের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
এই সমাবেশের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজীর আহাম্মেদ টিটু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহঅর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও কাজী মনিরুজ্জামান মনির সহ জেলা এবং উপজেলা পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ