নারায়ণগঞ্জ জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

নারায়ণগঞ্জ জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সালের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। প্রথম রমজানে নারায়ণগঞ্জে সাহরির শেষ সময় ভোর ৫:০০ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬:০৫ মিনিট নির্ধারিত হয়েছে।

রমজান মাসের প্রতিদিনের সাহরি ও ইফতারের সময় সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। সাধারণত, সাহরির সময় প্রতিদিন ১-২ মিনিট করে পিছিয়ে যায় এবং ইফতারের সময় ১-২ মিনিট করে এগিয়ে আসে। উদাহরণস্বরূপ, দ্বিতীয় রমজানে সাহরির শেষ সময় ভোর ৪:৫৯ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬:০৫ মিনিট নির্ধারিত হয়েছে। তৃতীয় রমজানে সাহরির শেষ সময় ভোর ৪:৫৯ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬:০৬ মিনিট।

সঠিক সময় মেনে সাহরি ও ইফতার করা রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, প্রতিদিনের সঠিক সময়সূচি জানতে স্থানীয় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুসরণ করা উচিত।

নারায়ণগঞ্জ জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

তারিখরমজানসাহরিইফতার
২ মার্চ০৫:০০০৬:০৫
৩ মার্চ০৪:৫৯০৬:০৫
৪ মার্চ০৪:৫৯০৬:০৬
৫ মার্চ০৪:৫৮০৬:০৬
৬ মার্চ০৪:৫৭০৬:০৬
৭ মার্চ০৪:৫৬০৬:০৭
৮ মার্চ০৪:৫৫০৬:০৭
৯ মার্চ০৪:৫৪০৬:০৮
১০ মার্চ০৪:৫৩০৬:০৮
১১ মার্চ১০০৪:৫২০৬:০৯
১২ মার্চ১১০৪:৫১০৬:০৯
১৩ মার্চ১২০৪:৫০০৬:১০
১৪ মার্চ১৩০৪:৪৯০৬:১০
১৫ মার্চ১৪০৪:৪৮০৬:১০
১৬ মার্চ১৫০৪:৪৭০৬:১১
১৭ মার্চ১৬০৪:৪৬০৬:১১
১৮ মার্চ১৭০৪:৪৫০৬:১২
১৯ মার্চ১৮০৪:৪৪০৬:১২
২০ মার্চ১৯০৪:৪৩০৬:১২
২১ মার্চ২০০৪:৪২০৬:১৩
২২ মার্চ২১০৪:৪১০৬:১৩
২৩ মার্চ২২০৪:৪০০৬:১৩
২৪ মার্চ২৩০৪:৩৯০৬:১৪
২৫ মার্চ২৪০৪:৩৮০৬:১৪
২৬ মার্চ২৫০৪:৩৭০৬:১৫
২৭ মার্চ২৬০৪:৩৬০৬:১৫
২৮ মার্চ২৭০৪:৩৫০৬:১৫
২৯ মার্চ২৮০৪:৩৪০৬:১৬
৩০ মার্চ২৯০৪:৩৩০৬:১৬
৩১ মার্চ৩০০৪:৩২০৬:১৭

সূত্র : ইসলামিক ফাউন্ডেশন

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ