বিএনপির বহিষ্কৃত নেতা চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ডে ,আইনজীবির উপরে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলার চেষ্টা।

 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা চাঁদাবাজির মামলায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী নামে বহিষ্কৃত বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।রবিবার (১৮ মে) দুপুরে ৭ দিনের রিমাণ্ড চেয়ে ভার্চ্যুয়ালি আদালতে উপস্থাপন করা হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এদিকে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়াকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সেই সাথে তাকে হামলারও ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি আদালতের ভিতরে গিয়ে আশ্রয় নেন।এসময় তিনি আদালতের ভিতরে গিয়ে বিচারকের কাছে আশ্রয় প্রার্থনা করেন। একই সাথে বিচারক কোর্ট পুলিশ পরিদর্শককে ডেকে আব্দুল বারী ভূইয়াকে নিরাপত্তা দিয়ে তার চেম্বারে পৌঁছে দেন।কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রিয়াদ চৌধুরীকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদলত। এছাড়া রিমান্ড শুনানি শেষে আদালতের নির্দেশে অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়াকে তার চেম্বারে দিয়ে এসেছেন আমাদের পুলিশ সদস্যরা। আর আদালতের শুনানি শেষে কি হয়েছে সেটা আমার জানা নেই।

এদিকে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়াকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। এ বিষয়ে আব্দুল বারী ভূইয়া বলেন, রিমান্ড মঞ্জুর শেষে আমি কোর্ট কক্ষ থেকে বের হওয়ার সময় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ক্যাশিয়ার আমির, হারুন, আব্দুল মান্নান, সাগর সিদ্দিকির নেতৃত্বে ৫-৬শ জন লোক নিয়ে আমার উপর হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই সময় আমাকে পাশের চীফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেটের কক্ষে সরিয়ে নিয়ে যায়। এ বিষয়ে চীফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি পুলিশি নিরাপত্তায় আমার চেম্বারে পৌছে দেন।

এর আগে গত ১৫ থাইল্যান্ড পালানোর পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করা হয়। পরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়। একই সাথে এদিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত ১৩ মে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অডিও ক্লিপ ফাঁস হয়। পরে অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনায় ব্যবসায়ী আজাদ বাদী হয়ে মামলা করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে চাঁদাবাজীর ঘটনায় ফতুল্লা মডেল থানায় এস আই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রিয়াদকে আসামি করা হয়।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ