নারায়ণগঞ্জ জেলার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা

নারায়ণগঞ্জ জেলার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে “শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা” বিষয়ক মতবিনিময় সভা দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে নানা ধরনের প্রস্তাবনা এসেছে। সমাজের সম্পৃক্ততা থাকলেও অতীতে রাজনৈতিক প্রভাবে নানা সমস্যা দেখা দিয়েছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য চেষ্টা করছি। আমরা আশা করবো আগামীতে রাজনৈতিক দল যারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যত্নের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সুনজর দিবেন। শিক্ষা কমিশন বিষয়ে তিনি বলেন, আগের কমিশনগুলোর মধ্যে বেশ কিছু ভাল ভাল জিনিস রয়েছে। সেখান থেকেও আমরা নিব। বর্তমান সরকার দুটো বিষয় নিয়ে কাজ করছে একটি শ্বেতপত্র আরেকটি টাস্কফোর্স। এগুলো নিয়ে নানা প্রোগ্রাম করা হয়েছে। এই দলিলগুলো আমরা প্রণয়ন করবো শিক্ষানীতি প্রণয়নে। আগের কমিশনগুলোর রিপোর্ট, টাস্কফোর্স রিপোর্ট ও শিক্ষার্থীদের থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে আমরা নিশ্চয়ই এমন কিছু শিক্ষা নীতি করবো যার কিছু আমরা বাস্তবায়ন করবো বাকীগুলো রেখে যাব রাজনৈতিক দলগুলোর জন্য যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ