বন্দরে অটোস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে খুন, ২জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অটোস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৬০) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। রোববার (২২ জুন) বিকালে র‍্যাব-১১ এর উপ-পরিচালক সাদমান ইবনে আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাফেজীবাগ এলাকার নান্নু খলিফার ছেলে শান্ত (২৫) ও একই এলাকার আলমচানের ছেলে রবিন (২৮)। তারা উভয়ই এজাহারনামীয় আসামি।

এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার হাফেজীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আবদুল কুদ্দুস (৬০) নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানাধীন ২২ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ হাফেজীবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুদ্দুস বন্দরের শাহী মসজিদ হাফেজিবাগ এলাকার বাসিন্দা। ওই ঘটনার পর নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আধিপত্য বিস্তার ও বন্দর অটোরিকশাস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে কয়েক দিন ধরে স্থানীয় বিএনপির সমর্থক বাবু-মেহেদী এবং রনি-জাফর পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষ চলছিল। গত শুক্রবার দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সংঘর্ষ জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে রনি-জাফর পক্ষের পারভেজের বাবা আবদুল কুদ্দুস চা পান করতে বন্দর স্ট্যান্ডে যান। এ সময় তাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেন। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ