নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের নাগবাড়ী ডিএসএস ক্লাব মাঠে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক জাকির খান।
এ সময় প্রায় আট হাজার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। মাদ্রাসার ছাত্র, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




