সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ৪জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ,ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে আসামিদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দ্বীন ইসলাম (৩০), (নাসিক) ৩ নং ওয়ার্ডস্থ নয়াআটি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী হিরন মিয়া (৫০), হরিনের ছেলে যুবলীগ কর্মী শাহ পরান আহমেদ যুবরাজ (৩০) এবং একই ওয়ার্ডের সানারপাড় এলাকার আবুল কালামের পুত্র যুবলীগ কর্মী মেহেদী হাসান রুবেল (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গোপন সংবাদ মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়েছে, আসামিদের মধ্যকার দ্বীন ইসলাম ও যুবরাজ এজহারনামীয় আসামি এবং বাকিরা সন্দেহভাজন আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ