নারায়ণগঞ্জ শহরে মিশনপাড়ায় তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) আইন, ২০১৮-এর ২৭ ধারা মোতাবেক প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ