আলোচিত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্র মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল

নারায়ণগঞ্জের আলোচিত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে (৪৯) অস্ত্র মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।রোববার দুপুরের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জাকির খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত বছরের ১৫ জুন নারায়ণগঞ্জের আলোচিত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে (৪৯) অস্ত্র মামলায় জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আলোচিত সাজাপ্রাপ্ত আসামি জাকির খানকে (৪৯) অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকির খান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরিচয় গোপন করে সপরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন বলে র‍্যাব জানায়।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ