নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ, গুলি বর্ষণসহ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ- শিমরাইল সড়কের পুরান থানা এলাকায় এ ঘটনা ঘটে৷ খবর পেয়ে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইউনিলিভার কারখানার ওয়েস্টেজ (ঝুট) সেক্টরের দখলকে কেন্দ্র করে মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগর ও জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদের অনুসারী নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনির ও তার সহযোগী রুহুল আমিনের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। একে অপরকে ইটপাটকেল নিক্ষেপসহ গুলি চালিয়ে মোটরসাইকেল আগুন দিলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়৷ ভাংচুর করা একটি মার্কেটও। এসময় উভয় পক্ষের হামলায় ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনা বাহিনীসহ যৌখ বাহিনী গিয়ে ধাওয়া ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানায় পুলিশ৷




