সিদ্ধিরগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের  সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ, গুলি বর্ষণসহ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।  বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ- শিমরাইল সড়কের পুরান থানা এলাকায় এ ঘটনা ঘটে৷ খবর পেয়ে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইউনিলিভার কারখানার ওয়েস্টেজ (ঝুট) সেক্টরের দখলকে কেন্দ্র করে মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগর ও জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদের অনুসারী নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনির ও তার সহযোগী রুহুল আমিনের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। একে অপরকে ইটপাটকেল নিক্ষেপসহ গুলি চালিয়ে মোটরসাইকেল আগুন দিলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়৷ ভাংচুর করা একটি মার্কেটও। এসময় উভয় পক্ষের হামলায় ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে পুলিশ, র‍‍্যাব ও সেনা বাহিনীসহ যৌখ বাহিনী গিয়ে ধাওয়া ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানায় পুলিশ৷

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ