বন্দরে মামার বাড়ি বেড়াতে এসে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু, গাড়িতে আগুন

বন্দরে মামার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এতে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে দুর্ঘটনা কবলিত আটোগাড়িটিতে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রায়হান আড়াইহাজার থানার চৈতনকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে। ইজিবাইকচালক রতন পালতক রয়েছে।

এদিকে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থ এসে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেসাথে বন্দর থানা পুলিশ এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুর বাবা সোহেল মিয়া জানান, আমার ছেলে রায়হান তার মামা জিলানী মিয়ার বন্দর একরামপুর এলাকাস্থ অ্যাডভোকেট কামরুন নাহার ময়না ভাড়া বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যায় আমার অবুঝ ছেলে রায়হান রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা ইজিবাইক ধাক্কা দিলে রায়হান গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার মৃত্যু হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ