ফোনে কথা বলে রেল লাইনের উপর দিয়ে হাটা অবস্থায় ট্রেনে কাটা পড়ে আব্দুল গনি মিয়া (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুর ১ টায় চাষাঢ়া রেল স্টেশন সংলগ্ন এই ঘটনা ঘটে। নিহত গনি মিয়া হলেন, বন্দরের মৃত আলীনূর বেপারীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা রেলওয়ে পুলিশের এসআই মোখলেছ বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই এবং লাশ উদ্ধার করি। আশেপাশের মানুষদের থেকে জানতে পেরেছি যে বৃদ্ধ লোকটি ফোনে কথা বলছিলো তাই পিছনে ট্রেনের শব্দ শুনতে পায়নি, যার ফলে এই দূর্ঘটনা ঘটেছে। রাশের সাথে থাকা ফোনের মাধ্যমে আমরা তার পরবিারের সাথে যোগাযোগ করতে পেরেছি। তারা এসে লাশ শনাক্ত করে এবং তাদের কাছে আমরা হস্তান্তর করেছি।