নারায়ণগঞ্জ বন্দরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

নারায়ণঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। রবিবার (৫ মে) রাতে উপজেলার মদনপুর অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে৷ আতাউর রহমান মুকুল চিংড়ি প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন।

আহতরা হলেন- মুকুলের শ্যালক মোহাম্মদ সোহেল, সমর্থক শ্যামল ও মোস্তাক৷ প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে আতাউর রহমান মুকুলের ছেলে রুপন আহমেদ বলেন, মদনপুরে প্রচারণা শেষে আমার মামা সহ আমাদের কর্মী-সমর্থকরা ক্যাম্পে ফিরছিলেন৷ আর প্রচারণা শেষ করে আমার বাবা আগের গাড়িতে চলে যান। এ সময় অটোরিকশার জন্য স্ট্যান্ডে অপেক্ষারত অবস্থায় তাদের উপর কয়েকজন যুবক হামলা চালায়৷ হামলাকারী যুবকেরা ক্ষমতাসীন দলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দোয়াত-কলম প্রতীকের এমএ রশীদের কর্মী বলে অভিযোগ করেন তিনি৷ আগামীকাল রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হবে৷

বিষয়টি নি্শ্চিত করে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা করেছে। তারা সবাই এমএ রশীদের লোকজন।

অভিযোগ অস্বীকার করে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এমএ রশীদ বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে নির্দিষ্ট করে হামলাকারীদের নাম প্রকাশ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ