আগামী জুলাই মাস থেকে ডিজিটাল ভূমি জরিপ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র। এ কাজে সরকারি কর্মকর্তাসহ কেউ কোন অনিয়ম করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। আজ বুধরবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ডিজিটাল ভূমি জরিপ কার্যতক্রম সফল হলে আদালতে জমি সক্রান্ত মামলার চাপ কমে আসবে বলেও জানান তিনি। তবে যেসব জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে সেগুলো জরিপের আওতায় আসবে না। তিনি বলেন, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের লক্ষ্য হলো নতুন প্রজন্মের হাতে একটি স্মার্ট ভূমি ব্যবস্থপনা তুলে দেয়া। সে জন্য সকল পর্যায়ের কর্মকর্তাগণ যারা রয়েছেন তাদেরকে সৎ হতে হবে। কোথাও কোন ক্রটি হয় তবে কোন ছাড় দেয়া হবে না।
ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রথম ধাপে ডিজিটাল ভূমি জরিপ বাস্তবায়নে আয়োজিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয়ের মহাসচিব আনিসুর রহামন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক সহ অনেকে।