নারায়ণগঞ্জের আড়াইহাজার দলীয় প্রার্থী ঘোষণায় হুইপ বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীকে দলীয় প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণা চালানোয় জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী।
সোমবার (১৩ মে) নির্বাচন কমিশনার মো. আলমগীরের কাছে এই লিখিত অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণ বিধির তোয়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাস করাতে জনসাধারণকে হুকুম দিচ্ছেন।’
প্রার্থী শাহজালাল মিয়া তার লিখিত অভিযোগে আরও বলেন, ‘হুইপ বাবু ক্ষমতা, অর্থকড়িসহ সব প্রশাসন তিনি দেখবেন বলে ক্ষমতার অপব্যবহার করে প্রকাশ্যে তার চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। আমার কর্মী সর্মথককে বিরতিহীন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। তিনি আমার সম্ভাব্য এজেন্টদের হুমকি ধামকি দিচ্ছেন এবং অকথ্য ভাষায় গালাগাল করছেন। এতে করে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে।’

শাহজালাল মিয়া আরও অভিযোগ করেন, ‘হুইপ নজরুল ইসলাম বাবুর পাশাপাশি তার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও আমার নেতাকর্মী এবং সম্তাব্য এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।’
নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ নিয়ে প্রার্থী শাহজালাল মিয়া সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সংসদের হুইপ এমপি নজরুল ইসলাম বাবু প্রতিদিন তার মনোনীত প্রার্থীর জন্য ভোট চাইছেন এবং নির্বাচনী প্রচারের কাজ করছেন। এ ব্যাপারে আমি প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। যদি ব্যবস্থা নেয়া না হয় তাহলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকবে না এবং ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে আসবেন না। তাই এ ব্যাপারে আমি হুইপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তার ঘোষিত প্রার্থীর প্রার্থীতা বাতিল করার দাবি করছি।’

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ