সেলিম প্রধান বলেন, কোন বহিরাগত ঠাঁই পাবে না। আমাদের রূপগঞ্জবাসীর প্রার্থী রানু ভাই, আপনারা সবাই তাকে ভোট দেবেন। আমাদের মার্কা আনারস মার্কা। নির্বাচনে আমি তাকে সমর্থন দিয়ে তার পাশে আছি। আমি সব সময় ভালো মানুষের পক্ষে আছি। আর রানু ভাই অত্যন্ত ভালো ও শিক্ষিত মানুষ। তিনি আমাদের রূপগঞ্জের প্রতিটা মানুষকে মুক্ত করে ছাড়বে বলে আমার কাছে ওয়াদা করেছেন।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ২১ মে অনুষ্ঠিত হবে। সেখানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম প্রতীকে এবং আবু হোসেন ভূইয়া রানু আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।