আলোচনা-সমালোচনা যেনো পিছুই ছাড়ছে না মাংস ব্যবসায়ী খলিলের। কম দামে গরুর মাংস বিক্রির পর, এবার ফোনালাপ ফাঁস নিয়ে নতুনভাবে আলোচনায় শাহজাহানপুরের এই বাসিন্দা। যদিও, ফোনালাপের বেশিরভাগ কথাই বানোয়াট- এমন দাবি ব্যবসায়ী খলিলের। এদিকে, রাতে মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়ে; সকালেই অবস্থান থেকে সরে এললো তার পরিবার।