কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে

নাজিয়া আহমেদ। অনেক নামের ভিড়ে আলাদা করে হয়তো এই নামের মানুষটাকে চিনতে পারা যাবে না। কিন্তু গণমাধ্যমে দুই শিশুসন্তান আরহান আহমেদ (৭) ও আবিয়াত আহমেদের (৩) সঙ্গে নাজিয়ার ছবিটা দেখলে চেনা যেতে পারে। বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে গত বৃহস্পতিবার রাতের আগুনে যে ৪৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে নাজিয়াও আছেন। আছে তাঁর দুই শিশুসন্তান আরহান ও আবিয়াত। তাঁরা আমার আপনজন।  

সেদিন সন্ধ্যার পর বাইরে যাওয়ার বায়না ধরেছিল আবিয়াত। বয়সে ছোট্ট, তবু তো আবিয়াতের বড় ভাই আরহান। সে বুঝিয়েছিল বড়দের মতো করে। রোজকার মতো আবিয়াতের কপালে চুমু দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন মা। কিন্তু আবিয়াত তো অবুঝ। বাসায় বাবা সায়েক আহমেদ আশিক থাকলে হয়তো সে বুঝত। বাবা বাসায় নেই, তাই বায়নাটা তার বেশি। বাধ্য হয়ে মা দুই সন্তানকে নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় নাজিয়া তাঁর খালাতো তিন বোনকেও সঙ্গে যাওয়ার কথা বললে, তাঁরাও রাজি হয়ে যান।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ