আমি গরীবের ডন হতে চাই : ডন সেলিম জেল থেকে রূপগঞ্জে ফিরে ক্যাসিনো ডন সেলিমে হুঙ্কার ৪ বছর ১ দিন জেল খেটে রূপগঞ্জে ফিরেই রীতিমতো হুঙ্কার দিচ্ছে অনলাইন ক্যাসিনো ডন খ্যাত সেলিম প্রধান। আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আইএম ব্যাক, প্রধান ইাজ ব্যাক এমন হুঙ্কার দিতে দেখা গেছে সেলিম প্রধানকে। সেলিম প্রধানের হুঙ্কার ; রূপগঞ্জে কেউ অন্যায় করতে পারবে না। রূপগঞ্জের সকল মানুষ মিলে একটি ফ্যামিলি হবে। আর এই ফ্যামিলি সদস্যরা রূপগঞ্জকে উন্নত করবে। রূপগঞ্জের কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাই হবে না।